শোভনদেব ও মালা রায়ের গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল রাসবিহারী


মঙ্গলবার,১২/১১/২০১৯
896

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় রাসবিহারী এভিনিউয়ে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়ের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ বাঁধে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। চলচ্চিত্র উৎসবের সিনেমা দেখানোকে কেন্দ্র করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বাধে বলে এলাকার সূত্রে খবর। এই ঘটনায় আক্রান্ত হন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এর প্রতিবাদে আধ ঘন্টা ধরে রাসবিহারী এভিনিউ অবরোধ করে শোভনদেব চট্টোপাধ্যায়ের অনুগামীরা।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে পাড়ায়-পাড়ায় সিনেমা অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন পাড়ায় পাড়ায় আয়োজন করা হয় সিনেমা দেখানোর অনুষ্ঠান। শোভনদেব চট্টোপাধ্যায়ের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল রাসবিহারীতে। সেই সময় তৃণমূল সাংসদ মালা রায়ের অনুগামী বেশ কিছু যুবক এসে রাসবিহারীর রাস্তায় আলো জ্বালিয়ে দেয় বলে অভিযোগ। তার প্রতিবাদ করাতে মন্ত্রীর অনুগামীদের উপর চড়াও হয় মালা রায় অনুগামীরা বলে অভিযোগ। খবর পেয়ে শোভনদেব চট্টোপাধ্যায় ঘটনাস্থলে পৌঁছালে মালা রায়ের অনুগামীরা শোভনদেব চট্টোপাধ্যায় উপরেও চড়াও হয় বলে অভিযোগ। তাঁকে হেনস্ত করে বলেও অভিযোগ জানাচ্ছেন তিনি। ঘটনার পরিপ্রেক্ষিতে শোভনদেব চট্টোপাধ্যায়ের অনুগামীরা রাসবিহারী মোড়ে অবরোধ করে। প্রায় আধঘন্টা রাস্তা বন্ধ রাখা হয়। এরপরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। শোভনদেব চট্টোপাধ্যায় পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হবে বলে জানিয়েছেন। তবে এখনই পুলিশের কাছে কোনো অভিযোগ জানানো হচ্ছে না বলে জানিয়েছেন তৃণমূল সদস্যরা।

https://youtu.be/0n7FKAKYwX4

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট