সদ্যসমাপ্ত টি ২০ সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর দুর্দান্ত বোলিং ইতিমধ্যে প্রশংসা কুরিয়েছে ক্রিকেটমহলে। পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে তিনি নয়া নজির গড়েছেন। দীপক চাহারের এই সাফল্যের পিছনে রয়েছে দীর্ঘদিনের পরিশ্রম। আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার জন্য তিনি ক্রমাগত অনুশীলন চালিয়ে গিয়েছেন দীর্ঘদিন ধরে। এছাড়া এই সাফল্যের পিছনে তাঁর বাবার কৃতিত্ব রয়েছে অনেকখানি। ছেলেকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, বায়ুসেনার চাকরি ছেড়ে দিতে দ্বিধা বোধ করেননি। নতুন বল হাতে দিয়ে তিনিই ক্রমাগত অনুশীলন করাতেন ছেলেকে।স্বাভাবিক ভাবে ছেলের এই সাফল্যে খুব খুশি তিনি। কিংবদন্তি শচীন তেন্ডুলকর থেকে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলিও ভূয়সী প্রশংসা করেছেন এই তরুন ক্রিকেটারকে ।
দীর্ঘদিনের পরিশ্রম সফলতার চাবিকাঠি
মঙ্গলবার,১২/১১/২০১৯
808
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---