সোমবার সকালে মর্মান্তিক বাস দুর্ঘটনা চিৎপুরে। এই দুর্ঘটনায় গুরুতর আহত করেছে বেশ কয়েকজন পড়ুয়া। তাদেরকে আরজিকর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে চিৎপুরে একটি স্কুল বাস দুর্ঘটনার কবলে পরে। আহত হয় বেশ কয়েকজন। সোমবার সকালে হোলি চাইল্ড স্কুলের একটি বাস চিৎপুর লকগেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় রাস্তার পাশের একটি ট্রাফিকের সিগন্যালে। বাসটি উল্টে যায়। গুরুতর জখম হন চালক-হেল্পার সহ ১০ ছাত্রী। আহতদের আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় চিৎপুর থানার পুলিশ।
চিৎপুরে দুর্ঘটনার কবলে স্কুল বাস,আহত বহু পড়ুয়া
সোমবার,১১/১১/২০১৯
837