হাওড়া,ডোমজুড়: সাতসকালে যাত্রীবোঝাই বাস উল্টে হাওড়া ডোমজুড়ে মৃত্যু হল একজনের। জখম বহু যাত্রী। তাঁদের মধ্যে ২০ জনের আঘাত গুরুতর বলে জানা গেছে। মৃত ব্যক্তি ওই বাসের কন্ডাক্টর বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, হুগলির রাজবল্লভহাট থেকে হাওড়া যাওয়ার সময় সকাল সাড়ে সাতটা নাগাদ ডোমজুড় গ্ৰামীন হাসপাতালের কাছে দূর্ঘটনাটি ঘটে। সূত্রে খবর বেপরোয়া গতিতে ছুটে আসা যাত্রীবাহী বাসটি ডোমজুড় গ্রামীণ হাসপাতালের কাছে এসে রাস্তার হাম্পে ধাক্কা লেগে বাসটির যন্ত্রাংশ ভেঙে যায়। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি দুধের গাড়িকে। এরপর বাসটি রাস্তার ধারে উল্টে যায়। স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে প্রথমে ডোমজুড় গ্রামীন হাসপাতালে পাঠানো হয়।ঘটনাস্থলেই মৃত্যু হয় বাস কন্ডাক্টরের। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কা হওয়ায় তাঁদেরকে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যেক্ষদর্শীদের অভিযোগ, বাসটিতে অতিরিক্ত যাত্রী তোলা হয়েছিল। বাসের ছাদেও ছিলেন অনেকে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন ডোমজুড় থানার পুলিশকর্মীরা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিকও করেন।বাসের চালক পলাতক বর্তমানে পলাতক বাসচালকের সন্ধানে ডোমজুড় থানার পুলিশ তল্লাশি চালাচ্ছে।