আবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন জয়ললিতা


শনিবার,২৩/০৫/২০১৫
357

  খবরইন্ডিয়াঅনলাইনঃ    তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আজ শনিবার শপথ নিয়েছেন জয়রাম জয়ললিতা।

তামিলনাড়ুর গভর্নর কে. রোজাইয়াহ্র কার্যালয় গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানায়, জয়ললিতাকে রাজ্য সরকার গঠনের আমন্ত্রণ জানানো হয়েছে।

এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, দুর্নীতির মামলায় জয়ললিতার দণ্ডাদেশ উচ্চ আদালতে বাতিল হওয়ায় মুখ্যমন্ত্রীর পদ ফিরে পেয়েছেন জয়ললিতা। ৯ মাস পর আবারও মুখ্যমন্ত্রী হলেন প্রভাবশালী এ রাজনীতিবিদ।

প্রতিবেদনে আরও বলা হয়, আবারও মুখ্যমন্ত্রী হিসেবে জয়ললিতার নাম ঘোষণা করার পর গতকাল শুক্রবার রাজ্যের রাজধানী চেন্নাই নগরে জয়ললিতার বাড়ির সামনে জড়ো হয়ে উল্লাস করেন কয়েকশত সমর্থক। নেত্রীর প্রত্যাবর্তন উপলক্ষে এআইডিএমকে দলের নেতাকর্মীদের অনেকেই মিষ্টি বিতরণ করেছেন।

সাবেক চলচ্চিত্র তারকা জয়ললিতার পক্ষে তামিলনাড়ুতে বিপুল সমর্থন রয়েছে। জাতীয় রাজনীতিতেও তার দল এআইএডিএমকে যথেষ্ট গুরুত্ব পায়। ভারতীয় লোকসভায় দলটি ৩য় সর্বোচ্চ আসনের অধিকারী।

৫৩ কোটি টাকা  অর্থসম্পদের সুনির্দিষ্ট হিসাব দিতে না পারায় জয়ললিতা গত বছর মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন। তবে কর্ণাটক হাইকোর্ট গত সপ্তাহে ওই মামলা বাতিল করেন। জয়ললিতার অনুপস্থিতিতে এতো দিন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন তারই বিশ্বস্ত নেতা পান্নিরসেলভাম। গতকাল পদত্যাগ করেছেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট