২১ এর আগে টুয়েন্টি টুয়েন্টি খেলা হবে ,আর এতেই ধাক্কা খাবে বিজেপি : মদন মিত্র


বৃহস্পতিবার,০৭/১১/২০১৯
584

পশ্চিম মেদিনীপুর :- ২১ এর আগে টুয়েন্টি টুয়েন্টি খেলা হবে । আর এতেই ধাক্কা খাবে বিজেপি । সেই ধাক্কা সামলে বিজেপি আর বাংলায় মাথা তুলে দাঁড়াতে পারবে না। এমনটাই মনে করেন তৃণমূল নেতা মদন মিত্র । বৃহস্পতিবার ডেবরায় জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠানে যোগ দিতে আসেন । এখানেই তিনি বলেন , খড়্গপুরে উপনির্বাচনে এর কিছুটা টের পাবে গেরুয়া শিবির । লোকসভা ভোটে ৪৫ হাজার ভোটে লিড থাকা খড়্গপুরে মুখ থুবড়ে পড়বে দিলীপ ঘোষের দম্ভ। পাশাপাশি রাজ্যপালের ও সমালোচনা করে বলেন যে উনি শিশু সুলভ মনোভাবের পরিচয় দিচ্ছেন । অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক দরিদ্রের হাতে শীত বস্ত্র ও মশারী বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিবেক মুখার্জি, আলোক আচার্য্য, সমাজসেবী সুশান্ত পাল, সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ।সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাব এর সভাপতি শীতেশ ধাড়া।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট