এই প্রথম প্রতিবেশী দেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে জিতল বাংলাদেশ।


সোমবার,০৪/১১/২০১৯
752

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ ক্রিকেট যে মহান অনিশ্চিয়তার খেলা তা আরও একবার প্রমানিত। এই প্রথমবার সীমিত ওভারের  ক্রিকেটে ভারতের বিরুদ্ধে জয় পেল পদ্মাপাড়ের দেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।

 

ভারত সফরের শুরুতে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করল বাংলাদেশ দল। স্বাভাবিক ভাবে ২২ গজে নয়া নজির গড়ল টাইগারেরা।  কিন্তু এই জয়ী দলে ছিলেন না দুই গুরুত্বপূর্ণ সদস্য সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কিন্ত এদিন সেই অভাব পুরন করলেন মুশফিকুর রহিম। তাঁর ৪৩ বলে ৬০ রানের অনবদ্য ইনিংস সহজেই তাঁর দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয় এদিন ।

 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার বিপক্ষে এটি প্রথম জয় লাল-সবুজ জার্সিধারীদের। টাইগারদের এমন জয়ে প্রশংসার বন্দনায় মেতেছে বিশ্ব ক্রিকেট কিংবদন্তিরা। সবমিলিয়ে রবিবার সন্ধ্যা নয়া ইতিহাসের সাক্ষী থাকল নয়া দিল্লীর অরুন জেটলি স্টেডিয়াম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট