ভারতের বিরুদ্ধে অনবদ্য জয় পেল বাংলাদেশ, ম্যাচের নায়ক বাংলাদেশের মুশফিকুর রহিম।


সোমবার,০৪/১১/২০১৯
756

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ৯ বারের দেখায় প্রথমবার জয় পেল বাংলাদেশ। প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশ দল। এদিন দুর্দান্ত ছন্দে দেখা যায় বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিমকে।

 

মুশফিকুর রহিমের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা।৪৩ বলে ৬০ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। খলিল আহমেদের শেষ চারটি ডেলিভারিতে পরপর বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করে ফেলেন মুশফিকুর।

 

এই প্রথম্ বার সীমিত ওভারের ম্যাচে ভারতের বিরুদ্ধে জয় পেল বাংলাদেশ। এদিন দিল্লীর অরুন জেটলি স্টেডিয়ামে নয়া ইতিহাস রচনা করল টাইগাররা। মুশফিকুর এর অপ্রতিরোধ্য ব্যাটিং বাংলাদেশকে জয়ের কিনারায় পৌঁছে দেয়। ভারত সফরে এসে এই প্রথম প্রতিবেশী দেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে জিতল বাংলাদেশ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট