বলি-বাদশা – জন্মদিন


শনিবার,০২/১১/২০১৯
1416

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ আজ বিখ্যাত বলি –তারকা শাহরুখ খানের জন্মদিন। একজন  ভারতীয়  অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক এবং মানবসেবী। গণমাধ্যমে “বলিউডের বাদশাহ”, “বলিউডের কিং” ও “কিং খান” হিসেবে পরিচিত শাহরুখ খান ৮০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।  তিনি অসংখ্য বাণিজ্যিকভাবে সফল চলচ্চিত্রে অভিনয় করেন এবং খ্যাতি অর্জন করেন,

 

 

তাঁর মধ্যে রয়েছে  দিল তো পাগল হ্যায়, কুচ কুচ হোতা হ্যায় ইত্যাদি। ২০০২ সালে খান সঞ্জয়লীলা ভান্সালী  প্রণয়ধর্মী  দেবদাস  ছবিতে  ঐশ্বর্য রাইয়ের  বিপরীতে নাম ভূমিকায়  জমিদারপুত্র চরিত্রে অভিনয় করেন।  তাঁর অভিনয় বরাবর প্রশংসা কুড়িয়েছে সিনে মহলে । আজ সেই তারকার জন্মদিন ।  মন্নতের বাইরে এ বছরও রাত থেকে প্রিয় তারকাকে এক ঝলক দেখার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন অনুরাগীরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট