বিধানসভা উপ নির্বাচনের বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থীর নাম চূড়ান্ত করে নিখিল ভারত কংগ্রেস কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হল


বৃহস্পতিবার,৩১/১০/২০১৯
931

আজ প্রদেশ নির্বাচনী কমিটির সভায় উত্তরদিনাজপুর এবং পশ্চিম মেদিনীপুর এই দুই জেলা কমিটির সুপারিশ মেনে ৩৪ কালিয়াগঞ্জ এবং ২২৪ খড়গপুর সদর বিধানসভা উপ নির্বাচনের বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থীর নাম চূড়ান্ত করে নিখিল ভারত কংগ্রেস কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হল। কালিয়াগঞ্জ বিধানসভায় শ্রীমতি ধীতশ্রী রায় এবং খড়গপুর সদরে চিত্তরঞ্জন মন্ডলের নাম প্রদেশ নির্বাচন কমিটি চূড়ান্ত করেছে।

যেহেতু কংগ্রেস এবং বাম ফ্রন্টের কোঅর্ডিনেশন কমিটি তিনটি বিধানসভাতেই গঠিত হবে, সেজন্য কালীগঞ্জের জন্য শঙ্কর মালাকার, খড়গপুরের জন্য শুভঙ্কর সরকার এবং কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট প্রাথী গোলাম রাব্বীর জন্য নদীয়া জেলার পর্যবেক্ষক অমিতাভ চক্রবর্তীকে শীর্ষে রেখে কংগ্রেসের কমিটি তৈরি করা হবে।
সভায় প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন তিনটি বিধানসভায় আন্তরিক ভাবে জোট তৈরী করে টি এম সি এবং বি জে পির বিরুদ্ধে সঙ্গবদ্ধ লড়াই করতে হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট