ইডেনে ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ম্যাচ


বৃহস্পতিবার,৩১/১০/২০১৯
684

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ ভারতের ক্রিকেটের ইতিহাসে তিনি এক অবিস্মরণীয় নাম। বহুবার তিনি নতুন রেকর্ড গড়েছেন । আরও একবার ভারতের ক্রিকেটের ইতিহাসে নতুন অধ্যায়ের সুচনা করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। কিছুদিন আগে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হয়েছেন।

 

 

এবার তাঁর জমানাতেই ঐতিহাসিক দিন-রাতের টেস্ট ক্রিকেটের স্বাক্ষী থাকতে চলেছে ক্রিকেট বিশ্ব। যা নিয়ে এখন থেকেই ক্রিকেট প্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। আগামী মাসেই ভারতে প্রথম দিন-রাতের টেস্ট আয়োজিত হতে চলেছে ইডেনে।

 

এই প্রথমবার কলকাতায় ভারতের বিরুদ্ধে টেস্ট খেলবে বাংলাদেশ।এই টেস্টকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কোনও ত্রুটি রাখছেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। সবমিলিয়ে নয়া ইতিহাসের সুচনা হতে চলেছে তিলোত্তমা কলকাতায়। সবমিলিয়ে বলা যায় সভাপতির আসনে বসেই নয়া ইতিহাস রচনা করতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট