আলোর উৎসব। মেতেছে গোটা দেশ।


মঙ্গলবার,২৯/১০/২০১৯
781

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ আলোর উৎসবে মেতেছে গোটা দেশ। দীপাবলির রাত। আলোর উৎসবে মেতে উঠেছিল গোটা দেশ। দেওয়ালির রঙিন আলোয় উদ্ভাসিত জনপথ-শহর-প্রান্তর। দীপাবলি মানে আলোর উৎসব। প্রতি বছরই দুর্গাপূজার আনন্দ-উচ্ছাস মিলিয়ে যাবার আগেই দীপাবলি আসে।

 

“দীপাবলি” নামটির অর্থ “প্রদীপের সমষ্টি”।এই দিন অনেকেই ঘরে ঘরে ছোটো মাটির প্রদীপ জ্বালেন। এই প্রদীপ জ্বালানো অমঙ্গল বিতাড়নের প্রতীক।বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সারা রাত প্রদীপ জ্বালিয়ে রাখলে ঘরে লক্ষী আসেন বলে উত্তর ভারতীয় হিন্দুরা বিশ্বাস করেন। বাংলার দীপান্বিতা কালীপূজা বিশেষ জনপ্রিয়। এই উৎসব সাড়ম্বরে আলোকসজ্জা সহকারে পালিত হয়।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট