নিজস্ব প্রতিবেদনঃ আজ ভাইফোঁটা সকাল থেকেই মিষ্টির দোকানে উপছে পরছে ভিড়। এদিন মিষ্টির দোকানে নানান ধরনের মিষ্টির সম্ভার সাজিয়েছেন মিষ্টির বিক্রেতারা যেমন বেকড রসগোল্লা, ক্যাডবেরি রসগোল্লা, ক্ষীরের পোলাও, লবঙ্গলতিকা, শাঁখ সন্দেশ প্রভৃতি। আজকের বিশেষ দিনে ভাইকে পছন্দের মিষ্টি খাওয়ানোর জন্য সকাল থেকেই লম্বা লাইন প্রতিটি মিষ্টির দোকানে। এদিন চাহিদার কথা মাথায় রেখে সারাদিনই মিষ্টি তৈরি করেছেন বিক্রেতারা। কলকাতায় সেলেবদের ভাইফোঁটা থেকে শুরু করে সাধারণ মানুষের বাড়িতেও আজ উৎসবের আমেজ।
ভাইফোঁটার জন্য ক্রেতাদের লাইন প্রতিটি মিষ্টির দোকানে
মঙ্গলবার,২৯/১০/২০১৯
815
বাংলা এক্সপ্রেস---