নিজস্ব প্রতিবেদনঃ পঞ্জিকা মতে, কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় দিনে অর্থাৎ কালীপুজোর দু’দিন পরে পালিত হয় ভ্রাতৃদ্বিতীয়া। পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ নামেও পরিচিত। । ভাই-বোনের ভালবাসার বন্ধন অনন্তকাল অটুট রাখার জন্য বংশপরম্পরায় এই বিশেষ উৎসব পালিত হয়।তাই প্রতিটি মিষ্টির দোকানেই ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিন মিষ্টির দোকানে বিভিন্ন ধরনের মিষ্টির দেখে মিলছে যেমন বেকড রসগোল্লা, ক্যাডবেরি রসগোল্লা, ক্ষীরের পোলাও, লবঙ্গলতিকা, শাঁখ সন্দেশ প্রভৃতি।
আজ ভাইফোঁটা
মঙ্গলবার,২৯/১০/২০১৯
797
বাংলা এক্সপ্রেস---