নিজস্ব প্রতিবেদনঃ আসুন জেনে নেওয়া যাক ধনতেরাস কি? প্রতিবছর এই আজকের দিনে ধনতেরাস উৎসব পালন কড়া হয়। বেশ কয়েক বছর ধরে বাঙালিরাও খুব আড়ম্বর সহকারে এই উৎসব পালন করছে। অর্থভাগ্য এবং ধনপ্রাপ্তির আশায় ধনতেরাসে … অর্থভাগ্য এবং ধনপ্রাপ্তির আশায় ধনতেরাসে দেবী লক্ষ্মী এবং কুবেরের পুজো করা হয়। সকলেই বিশ্বাস করেন এই পুজো করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়।কার্তিক মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে হয় ধনতেরাস৷ ধনতেরাসের শুভলগ্নে সমৃদ্ধি কামনায় গৃহস্থ বাড়িতে কেনা হয় মূল্যবান ধাতু৷
জেনে নিন ধনতেরাস কি?
শুক্রবার,২৫/১০/২০১৯
1077
বাংলা এক্সপ্রেস---