শুটিং পুরো হওয়ার পরে মুভি ছেড়ে চলে গেলেন জাকির শ্রফ


শুক্রবার,২৫/১০/২০১৯
1779

শুটিং পুরো হওয়ার পরে মুভি ছেড়ে চলে গেলেন জাকির শ্রফ , কে করবেন তার জায়গা পুরন! বলিউডের খ্যাতিমান ফিল্মমেকার সঞ্জয় গুপ্ত খুব শিগগিরই ‘মুম্বই সাগা’ নামে আরও একটি ছবি নিয়ে আসছেন। ছবিতে জন আব্রাহাম প্রধান চরিত্রে অভিনয় করেছেন। জন ছাড়াও ছবিতে আরও অভিনয় করবেন ইমরান হাশমি, সুনীল শেঠি, গুলশান গ্রোভার, রোহিত রায়, সমীর সোনি, আমোল গুপ্তে এবং প্রিতিক বাব্বার। ছবিটির গল্পটি পুরোপুরি গুন্ডাদের উপর ভিত্তি করে তৈরি। এছাড়াও চলচ্চিত্রটি রিয়েল ঘটনাগুলির উপর ভিত্তি করে তৈরি। ১৯৮০-৯০-এর মুম্বাইয়ে ছড়িয়ে থাকা গ্যাংস্টার রাজের গল্প নিয়ে পরিচালক সঞ্জয় গুপ্ত তাঁর নতুন ছবি নিয়ে আসছেন। ছবিটিতে আনেক স্টারকাস্ট রয়েছে। ছবিটি আগামী বছরের ১৯ জুন মুক্তি পাবে।

জ্যাকি শ্রফও এই ছবিতে ছিলেন তবে এখন খবর এসেছে যে তিনি ছবিটি ছেড়ে দিয়েছেন। খবরে বলা হয়েছে, জ্যাকি এই ছবির শুটিংও শুরু করেছিলেন। তবে সময়ের অভাবে জ্যাকি ছবিটি ছেড়ে দেন। জানা গিয়েছে, জ্যাকির ছবিটি ছাড়ার পরে সঞ্জয় গুপ্ত মহেশ মাঞ্জরেকরের কাছে যান এবং তিনিও ছবিতে কাজ করতে রাজি হন। প্রতিবেদনে বলা হয়েছে, মহেশ মাঞ্জরেকরকে এখন এই ছবিতে দেখা যাবে। সঞ্জয় গুপ্ত নিজেই একটি সাক্ষাত্কারে এই কথা জানান এবং বলেছেন যে, আমি জ্যাকি শ্রফের সাথে কাজ করতে পেরে খুব উচ্ছ্বসিত ছিলাম। তবে তারিখের অভাবে তাঁকে ছবিটি ছাড়তে হয়েছে। মহেশ মাঞ্জরেকর এমন একজন ব্যক্তি যার সাথে আমি সর্বদা দেখা করতে পারি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট