বাজারে এবার চালু হল ভারতে তৈরি iPhone XR


বুধবার,২৩/১০/২০১৯
3303

বাজারে এবার চালু হল ভারতে তৈরি iPhone XR । Apple এর অন্যতম জনপ্রিয় স্মার্টফোন iPhone XR। গত বছর মিডরেঞ্জ সেগমেন্টে এই ফোন লঞ্চ করেছিল Apple। আমরা সবাই জানি যে iPhone-র তৈরীUSA. কিন্তু এবার iPhone তৈরী হল ভারতে। তবে এর জন্য Foxconn যন্ত্রাংশ আমদানি করে চলছে। আর এই দেশের কাজ জোড়া লাগানো। সোমবার দেশের বিভিন্ন রিটেল স্টোরে ভারতে তৈরি iPhone XR বিক্রি শুরু হয়েছে। জানাগিয়েছে এতদিন Apple কে বিদেশ থেকে আমদানি করে ভারতকে ফোন বিক্রি করতে হতো। আর এবার দেশের কারখানায় নতুন ফোন তৈরি করার ফলে আমদানি শুল্কে ছাড় মিলবে। ফলে সস্তা হবে এই ফোন।

iPhone XR ফোনে রয়েছে একটি 6.1 ইঞ্চি LCD ডিসপ্লে। সাথে থাকবে ট্রু ডেপ্ত ক্যামেরা আর Face ID। তবে iPhone XR থেকে বাদ গিয়েছে থ্রি ডি টাচ।
ফোনের ভিতরে রয়েছে 6 কোর A12 বায়োনিক চিপ। যা আগের থেকে 15 শতাংশ ফাস্ট। লেটেস্ট 7Nm আর্কিটেকচারে তৈরি হয়েছে এই প্রসেসর। 64GB, 128GB ও 256GB স্টোরেজ ভেরিয়েন্ট। ভারতে তৈরি iPhone XR ফোনের 64GB ভেরিয়েন্টের দাম 49,990 টাকা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট