ভারতে এবার সফলের আঙ্গিনায় 5G ভিডিয়ো কল। ভারতীয় নেটওয়ার্কে আরও উন্নতি পর্যায়ে আনতে এবার নরেন্দ্র মোদী সরকার জোর দিয়েছে 5G প্রযুক্তি কাজের দিকে। তবে কেন্দ্র সরকার চলতি সনে পরিকল্পনা করছে যে কীভাবে 5G স্পেকট্রাম নিলাম করা যায়। সেই সাথে সাথে ভারত এই 5G প্রযুক্তি চালুর আরও ধাপ এগিয়ে এক। জনাগিয়েছে যে এই দেশে 5G স্পেকট্রাম প্রযুক্তি সাফল্যে লাভ করেছে। আর তার সঙ্গে সম্পন্ন হল প্রথম 5G ভিডিয়ো কল। আরও জানাগিয়েছে চিপ নির্মাতা সংস্থা Qualcomm-এর সঙ্গে হাত মিলিয়ে ভারতের মাটিতে প্রথম 5G ভিডিয়ো কল করল সুইডেনের টেলিকম নির্মাতা সংস্থা Ericsson।
ভারতে এবার সফলের আঙ্গিনায় 5G ভিডিয়ো কল
বুধবার,২৩/১০/২০১৯
2326