বাসিন্দাদের অভিযোগে ১ লাখ জরিমানা Zomato-র। Zomato-র বিরুদ্ধে উটেছে যে Zomato-এর ডেলিভারি বয়রা ডেলিভারির জন্য ব্যবহৃত ব্যাগগুলি ফার্মের ছাদে ফেলে যাচ্ছে তেতে শহরে বেড়েই চলেছে মশার প্রকোপ। এমনি অভিযোগ করেছে গ্রেটার চেন্নাই কর্পোরেশনের বাসিন্দারা। সেই অভিযোগের উপরেই ভিত্তি করে এবার গ্রেটার চেন্নাই কর্পোরেশনের তরফে ১ লক্ষ টাকা জরিমানা করা হল Zomato-কে। চেটপেটের নিকোলাস রোডের ধারে রয়েছে Zomato-র সেই ফার্ম। আর সেই ফার্মের ছাদেই বাতিল ব্যাগ থেকে শুরু করে ব্যবহৃত ব্যাগগুলি রাখছিলেন ডেলিভারি বয়রা। স্থানীয়রা আরও অভিযোগ করেছিলেন যে, এমনতর চলতে থাকলে এখানে ডেঙ্গি রোগের প্রকোপ দেখা যেতে পারে শহরে। কারণ এরকম অস্বাস্থ্যকর পরিবেশেই জন্ম নেয় এডিস মশা, এমনই দাবি জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা।
বাসিন্দাদের অভিযোগে ১ লাখ জরিমানা Zomato-র
বুধবার,২৩/১০/২০১৯
327