নবরূপে Motorola, নভেম্বরে আসছে Motorola Razr ফোল্ডেবেল স্মার্টফোন। 13 নভেম্বর লস এঞ্জেলসে Motorola অনেক নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে। আর নতুন প্রোডাক্ট গুলির মধ্যে লঞ্চ হতে পারে Motorola Razr স্মার্টফোন। যাতে ফোল্ডেবেল ডিসপ্লে রয়েছে। Motorola এই নয়া ফোন নিয়ে অনেকদিন ধরে জল্পনা রয়েছে। যার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন সংবাদমাধ্যম দপ্তরে 13 নভেম্বর লস এঞ্জেলসে এক লঞ্চ ইভেন্টের আমন্ত্রণ পাঠাতে শুরু করল কোম্পানিটি। সংস্থার ভাইস প্রেসিডেন্ট এই ফোল্ডেবেল স্মার্টফোনে লঞ্চের পরিকল্পনার কথা প্রকাশ করেছে। পুরনো Motorola Razr এর মতোই ভার্টিকাল ফ্লিপ ডিজাইনে লঞ্চ হবে এই স্মার্টফোন। যদিও এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা প্রায় 1,19,000 টাকায় লঞ্চ হতে পারে নতুন ফোল্ডেবেল Motorola Razr স্মাটফোনটি। যদিও এটি ভারতে কবে লঞ্চ হবে জানা যায়নি।
নবরূপে Motorola, নভেম্বরে আসছে Motorola Razr ফোল্ডেবেল স্মার্টফোন
বুধবার,২৩/১০/২০১৯
756