নিখিলের প্রিয় ‘নয়না’ নুসরত মাতলেন করওয়া চৌতে। সম্প্রতি করওয়াচৌত সর্বত্র উদযাপিত হয়েছে। করবাচৌতের ধুমকেও দেখা গেছে বলিউডে। বলিউড এবং টিভি জগতের অনেক সুন্দরীরা তাদের স্বামীর জন্য উপবাস করেছিলেন। অন্যদিকে টিএমসির সংসদ এবং বাঙালি অভিনেত্রী নুসরাত জাহানও স্বামী নিখিল জৈনের জন্য উপবাস করেছিলেন। বিয়ের পর প্রথম করওয়া চৌথ দুজনে একসঙ্গে পালন করলেন। হিন্দি আর উর্দুতে নিখিল নিজের হাতে লিখলেন নয়না। ওদিকে নুসরতও হাত ভর্তি করে মেহেন্দি পরেছেন। নিখিলের নুসরত যে তাঁর নয়নের মণি বারবার সেই কথা তিনি বুঝিয়ে দেন নুসরতের পাশে থেকে। সারাদিন উপোসের পর দুজনে একসঙ্গে চাঁদ দেখলেন। একে অপরকে হাতে করে খাইয়েও দিলেন। আর এইসব বিষয়গুলি নুসরত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই ছবিগুলিতে নুসরাত জাহানকে তার স্বামীর সাথে দেখা গেছে। নুসরত তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দ্রুত খোলার কয়েকটি ছবি শেয়ার করেছেন।
নিখিলের প্রিয় ‘নয়না’ নুসরত মাতলেন করওয়া চৌতে
বুধবার,২৩/১০/২০১৯
596