4 এমপি কোয়াড ক্যামেরা নিয়ে ভারতের বাজার কাঁপাতে আসছে Redmi Note 8 pro


বুধবার,২৩/১০/২০১৯
691

4 এমপি কোয়াড ক্যামেরা নিয়ে ভারতের বাজার কাঁপাতে আসছে Redmi Note 8 pro । Xiaomi এবার ভারতে বাজারে আনতে চলেছে Note সিরিজের নয়া ফোন Redmi Note 8 pro । Xiaomi সদ্য লঞ্চ করেছে Redmi 8 ।আর এই ফোন লঞ্চের সময় সংস্থা নিশ্চিত করেছে যে 16 অক্টোবর Redmi Note 8 pro 64 এমপি কোয়াড ক্যামেরা নিয়ে ভারতে নিয়ে আসবে। সেই সাথে সাথে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে এই ফোনের মূল কিছু স্পেসিফিকেশন। থাকতে পারে 6.53-ইঞ্চি ওয়াটারড্রপ নচ ফুলএইচডি + এলসিডি ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি 90 টি এসসি প্রসেসর, 64 এমপি কোয়াড ক্যামেরা সেটাপ যার মধ্যে রয়েছে 4৪ মেগাপিক্সেল Samsung-এর প্রাথমিক সেন্সর এবং 20 এমপি সেলফি ক্যামেরা, 4,500 এমএএইচ ব্যাটারি সঙ্গে 18W ফাস্ট চার্জিং। আর থাকতে পারে 8 গিগাবাইট পর্যন্ত র‍্যাম এবং 128 গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট