দুঃস্থ পড়ুয়াদের বস্ত্র দিলেন প্রাক্তন আইপিএস দেবেন বিশ্বাস


বুধবার,২৩/১০/২০১৯
529

দুঃস্থ দরিদ্র পড়ুয়াদের হাতে বস্ত্র তুলে দিলেন প্রাক্তন আইপিএস দেবেন বিশ্বাস। মঙ্গলবার দক্ষিণ কলকাতার একটি হোমে বিতরণ করা হয় বস্ত্র। কালীপুজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি এই সব দুঃস্থ পড়ুয়ারা। সবসময়ই সামাজিক কর্মকান্ডের সঙ্গে নিজেকে আত্মিক ভাবে যুক্ত রাখেন দেবেনবাবু। অবসরের পর রাজনীতির সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন তিনি। জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিতও হয়েছিলেন। সেইসময় সরাসরি জনগনের সঙ্গে নিয়ে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকতেন তিনি।

রাজনৈতিক মঞ্চে থেকে নিজেকে সরিয়ে নিলেও সামাজিক কাজে এখনো নিজেকে সমানভাবে সপ্রতিভ রেখেছেন। কালীপুজোর আগে দুঃস্থ দরিদ্র পড়ুয়াদের মুখেও যাতে হাসি ফোটে তার জন্য দেবেনবাবু ছুটে গিয়েছিলেন হোমে। তুলে দিলেন নতুন পোশাক। দেবেন বিশ্বাস বলেন, পুজোয় সবাই আনন্দে কাটাক এটাই কামনা করি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট