হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন আলোর উৎসবে ভাসবে মহানগরী


বুধবার,২৩/১০/২০১৯
849

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ  উৎসবের মেজাজে শহরবাসী। শারদ উৎসবের পর আরও এক উৎসব কড়া নাড়ছে আলোর উৎসব। আর হাতে গোনা কয়েকটা দিন সামনেই দীপাবলি। এই উৎসবে আলোর রোশনাই ভাসবে মহানগরী। আশ্বিন মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধনতেরাস অথবা ধনত্রয়োদশী অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপাবলি উৎসবের সূচনা হয়।

 

“দীপাবলি” নামটির অর্থ “প্রদীপের সমষ্টি” এই দিন ঘরে ঘরে ছোটো মাটির প্রদীপ জ্বালানো হয় । এই প্রদীপ জ্বালানো অমঙ্গল বিতাড়নের প্রতীক। পুজো শেষের বিষণ্ণতা আর ভোরবেলার হাল্কা শীতের উষ্ণতা জানান দেয় দীপাবলি আসছে।হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন আলোর উৎসবে ভাসবে মহানগরী

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট