তৃতীয় টেস্টেও দুর্দান্ত মেজাজে দেখা গেল ভারতীয় দলকে।


বুধবার,২৩/১০/২০১৯
686

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ তৃতীয় টেস্টেও দুর্দান্ত মেজাজে দেখা গেল ভারতীয় দলকে। প্রোটীয়াদের বিরুদ্ধেও তৃতীয় টেস্টেও জয় ছিনিয়ে আনল টিম ইন্ডিয়া। ব্যাটিং থেকে বোলিং এবং ফিল্ডিং, প্রত্যেক ক্ষেত্রেই নিজেদের দক্ষতা প্রমাণ করেছেন ভারতীয় ক্রিকেটাররা। রাঁচীতে টস জিতে ব্যাট করতে নেমে রোহিত শর্মার ডাবল সেঞ্চুরি ও অজিঙ্ক রাহানের সেঞ্চুরির সুবাদে ৪৯৭ রানে ডিক্লেয়ার করেছিল ভারত।

 

 

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে তাসের ঘরের মত ভেঙ্গে পরে দক্ষিন আফ্রিকার ইনিংস। শেষ পর্যন্ত ১৬২ রানেই শেষ হয়ে যায় প্রোটীয়াদের প্রথম ইনিংস। ফলো অনের পর আবার ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পরে যায় সফরকারী দল।

 

 

একের পর এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছাতে ব্যার্থ হয় দক্ষিন আফ্রিকা। শেষ পর্যন্ত ১৩৩ রানে শেষ হয়ে যায় প্রোটীয়াদের ইনিংস। রাঁচীতে সিরিজের তৃতীয় টেস্ট ইনিংস ও ২০২ রানে জিতল ভারত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় জয় টিম ইন্ডিয়ার। গত ছ’বছর ঘরের মাঠে ভারতীয় দল অপ্রতিরোধ্য। দেশের মাটিতে টানা ১১টি টেস্ট সিরিজ জিতে নয়া নজির গড়ল টিম ইন্ডিয়া।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট