আজহার উদ্দিনের জীবনী নিয়ে ছবি হচ্ছে


শুক্রবার,২২/০৫/২০১৫
794

 খবরইন্ডিয়াঅনলাইনঃ   ক্রিকেটার আজহার উদ্দিনের বৈচিত্রময় জীবন নিয়ে এন্টনি ডি সুজা নির্মাণ করছেন একটি বায়োপিক। এর নাম ‌’আজহার’। এর মূল চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ইমরান হাশমি। সম্প্রতি প্রকাশিত হলো ‘আজহার’-এর প্রথম ঝলক! মুভিটিতে ইমরান হাশমিকে পুরোপুরি আজহার উদ্দিনের মতোই দেখতে লেগেছে বলে মনে করছেন অনেকে।

‘আজহার’ মুভিতে অভিনয় করার জন্য গল্পের প্রয়োজনে ইমরান হাশমিকে শিখতে হয়েছে ক্রিকেটের আদ্যোপান্ত। তা শিখতে গিয়ে কব্জিও মুচড়িয়ে ফেলেছিলেন তিনি। যদি দর্শকরা আজহারের চরিত্রে তাকে মেনে নিতে পারে তবে এসব কিছুই না বলে জানান ইমরান হাশমি।

বায়োপিকটি প্রসঙ্গে পরিচালক ডি সুজা বলেন, ‘মুভিটিতে আজহারের চরিত্রে কেমন দেখাবে ইমরানকে, এসব নিয়ে দর্শকের ব্যাপক কৌতূহল আমরা দেখেছি। প্রথম ঝলক দেখানোর পর আমার মনে হয় দর্শকের মাথা থেকে কিছুটা দুশ্চিন্তা দূর হয়েছে।’

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট