নিজস্ব প্রতিবেদনঃ ভারতীয় বোলারদের দাপটে প্রথম ইনিংসে শুরুতেই ধাক্কা খেল প্রোটিয়ারা। এখন দক্ষিন আফ্রিকার স্কোর ৯উইকেট হারিয়ে ১৬২ রান। এদিন দক্ষিন আফ্রিকার শিবিরে শুরুতেই ধাক্কা দেন ভারতীয় বোলার উমেশ যাদব। এখনও পর্যন্ত মহম্মদ সামি ২ টি,উমেশ যাদব ৩টি,রবীন্দ্র জাদেজা ২টি,নাদিম১টি করে উইকেট নিয়েছেন। পর পর দু’টি টেস্ট হেরে ফাফ ডু’প্লেসিরা ইতিমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে। এই টেস্টে কি ফলাফল হয় সেদিকে তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।
ভারতীয় বোলারদের দাপটে শুরুতেই ধাক্কা খেল দক্ষিন আফ্রিকা
সোমবার,২১/১০/২০১৯
690
বাংলা এক্সপ্রেস---