ধোনির শহরে নতুন রেকর্ড হিটম্যানের


সোমবার,২১/১০/২০১৯
858

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ ধোনির শহরে নতুন রেকর্ড গড়লেন ভারতের হিটম্যান। ওয়ানদের পর টেস্ট ক্রিকেটেও নয়া নজির গড়লেন তিনি। দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে তাঁর ব্যাট আরও একবার জ্বলে উঠল এদিন। ছক্কা মেরেই এদিন ডাবল-সেঞ্চুরি করেন তিনি ।

 

ধোনির শহরে রোহিত-রাজ দেখে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। ক্রিকেট ইতিহাসে এমন নজির হাতেগোনা। রেকর্ড ভাঙাই যেন তাঁরা নেশা। এদিন দক্ষিন আফ্রিকার বিরুদ্ধে তিনি ২৮টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন ‘হিটম্যান’।সদ্য ২১২ রানের সুবাদে দেশের মাঠে টেস্টে রোহিতের গড় এখন ৯৯.৮৪।ধোনির শহরে আবার নয়া রেকর্ড গড়লেন তিনি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট