দীপাবলীর আগেই বাম ও কংগ্রেস যৌথ কর্মসূচি নিচ্ছে


শুক্রবার,১৮/১০/২০১৯
812

সময়ের ডাক মেনেই বাম ও কংগ্রেস যৌথভাবে আন্দোলন কর্মসূচিতে নামতে চলেছে। দীপাবলীর আগেই সেই কর্মসূচি গ্রহণ করা হবে। বুধবার বিধান ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি কে কটাক্ষ করে সোমেন মিত্র বলেন রাজ্যে এখন পদযাত্রার প্রতিযোগিতা শুরু হয়েছে। গান্ধীজীর হত্যাকাণ্ডে নাম জড়িত সাভারকারকে ভারতরত্ন দেওয়ার কথা বলছে আবার সেই গান্ধীজীর নামেই পদযাত্রা করছে বিজেপি। তৃণমূল আবার সম্প্রীতি যাত্রা শুরু করেছে। তৃণমূল ও বিজেপির রাজনৈতিক সততা নিয়ে বিচার করবে বাংলার মানুষই।
রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ নিয়ে সরব প্রদেশ কংগ্রেস সভাপতি।

https://youtu.be/WTOhrPpXSE8

রাজ্যপালের চেয়ারের পদমর্যাদা দেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান সোমেন মিত্র। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি হিসাবে সৌরভ গঙ্গোপাধ্যায় নির্বাচিত হওয়ায় তাকেও অভিনন্দন জানানো হয় প্রদেশ কংগ্রেসের তরফ থেকে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট