রোজভ্যালি কাণ্ডে কেকেআরের সিইওকে জিজ্ঞেসাবাদ ইডির


শুক্রবার,১৮/১০/২০১৯
858

রোজভ্যালি তদন্তের নয়া মোড়। আইপিএলের ফ্রাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স দলের সিইওকে জিজ্ঞেসাবাদ ইডির। রোজভ্যালির সাথে চুক্তি সংক্রান্ত বিষয়ে জিজ্ঞেসাবাদ। ইডির জিজ্ঞেসাবাদের মুখোমুখি কেকেআর সিইও ভেঙ্কটেশ মাইসোর। আজ সকালে ইডি দফতরে আসেন তিনি। ইডি সূত্রে খবর, কলকাতা নাইট রাইডার দলের প্রধান স্পন্সারারের তালিকায় নাম ছিল রোজভ্যালির।

সেই সময় আর্থিক লেনদেন হয়েছিল গৌতম কুন্ডুর সংস্থার সাথে নাইট রাইডার ক্রিকেট দলের। সেই সংক্রান্ত বিষয়ে তথ্য পেতে কেকেআর দলের কর্মকর্তাকে তলব করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই তলবের পরিপ্রেক্ষিতে আজ সকালে ইডি দফতরে আসেন ভেঙ্কি মাইসোর। রোজভ্যালির সাথে কেকেআর দলের যোগাযোগ স্থাপনে কোনো প্রভাবশালী ব্যক্তি জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে ইডি।

https://youtu.be/bCdhtBedOgw

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট