যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে


বুধবার,১৬/১০/২০১৯
796

পশ্চিম মেদিনীপুর:- মাঠের মাঝে গাছে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ড নীলাপাট গ্রামে, স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার সকালে গ্রামেরই কয়েকজন মাঠে যাওয়ার সময় পুকুর পাড়ে একটি গাছে যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার করলে লোকজড়ো হয়ে যায় ঘটনাস্থলে।খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায়,পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।পুলিশ সূত্রে জানাযায়,মৃত যুবকের নাম সৌমেন দলবেরা(১৯) নীলাপাট এলাকায় বাড়ি।অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ এমনটাই পুলিশ সূত্রে খবর।কি কারনে যুবকের গলায় দড়ি দিয়ে মৃত্যু সেনিয়ে ধন্ধে পরিবার।মৃতের জেঠু পাহাড়ি দলবেরা জানান,প্রনয়ের সম্পর্ক ছিলো ভাইপোর চন্দ্রকোনারই একটি মেয়ের সাথে দিনকয়েক আগেই আমরা জানতে পারি।

ফোনে প্রায়শই কথা বলতো এনিয়ে পরিবারের তরফে কোনও অভিযোগও ছিলোনা।দিনদুয়েক আগেই জানিয়েছিলো যে মেয়ের বাড়ি থেকে নাকি ভাইপোকে ডেকে ছিলো,মেয়ের বাড়ি গিয়েছিলো কিনা তাও জানিনা।তবে ওর সম্পর্ক নিয়ে পরিবারে কোনও গন্ডগোল ছিলোনা এবার মেয়ের পরিবার বা মেয়ের সাথে ফোনে কিছু হয়েছিলো কিনা তা বলা সম্ভব নই আমাদের।রবিবার রাতে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সকালেই প্রতিবেশী কয়েকজন দেখতে পেয়ে খবর দিলে ঘটনাসম্পর্কে জানতে পারি। “বাড়ি থেকেই কিছুটা দুরে মাঠের মাঝে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট