এবার ‘বান্টি অর বাবলি ২.০’ ছবিতে ‘R Madhavan’, রানী মুখার্জির বিপরীতে দেখা যাবে


বুধবার,১৬/১০/২০১৯
887

এবার ‘বান্টি অর বাবলি ২.০’ ছবিতে ‘R Madhavan’, রানী মুখার্জির বিপরীতে দেখা যাবে। গত বেশ কিছুদিন ধরেই এই ছবির সিক্যুয়াল প্রস্তুতি চলছে। অভিষেক বচ্চন এবং রানী মুখার্জির ছবি ‘বান্টি অর বাবলি’ দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। যশরাজ ফিল্মসের ছবির সিক্যুয়েল বছর কয়েক পরে আসছে। ছবিটির স্টারকাস্ট নিয়ে প্রচুর খবর রয়েছে। ছবিটির নাম হবে “বান্টি অর বাবলি ২.০”। ছবিতে রানি মুখার্জি অভিনয় করবেন। একই সঙ্গে অভিষেক বচ্চনকে রানির বিপরীতে ছবিটির জন্য যোগাযোগ করা হয়েছিল।

তবে অভিষেক ছবিতে অভিনয় করতে রাজি হননি। অভিষেকের পরে সাইফ আলি খানের নাম প্রকাশিত হয়েছিল। সাইফ ছবির গল্প পছন্দ করেছেন এবং ছবিতে রাজিও হয়েছেন। R Madhavan এই ছবির জন্য চূড়ান্ত করা হয়েছে। তবে সূত্রের খবরে জানা গিয়েছে যে, সাইফ চলচ্চিত্র দলটিকে জানান যে তিনি ছবিটিতে কাজ করতে পারবেন না। এর পরে, বান্টি এবং বাবলি ২.০-এর নির্মাতারা সরাসরি R Madhavan কাছে আসলে তিনি ছবিটি করার জন্য রাজি হয়ে যান। অবশেষে ছবিটির শুটিং শুরু হয়েছে গত সপ্তাহেই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট