Vodafone নিয়ে এল 69 টাকার নতুন প্রিপেড প্ল্যান


বুধবার,১৬/১০/২০১৯
1127

Vodafone নিয়ে এল 69 টাকার নতুন প্রিপেড প্ল্যান। সার্ভিসের ভ্যালিডিটি বাড়াতে এই নতুন প্ল্যানটি লঞ্চ করেছে Vodafone। আর এই প্লেন থাকছে বিনামূল্যে কল করার সুবিধা। এমনকি কয়েকটি সার্কেলে 69 টাকা প্রিপেড প্ল্যানের সাথে থাকছে বিনামূল্যে এসএমএস করার সুবিধা। আপাতত নির্বাচিত সার্কেলের গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।

সংস্থার তরফ থেকে জানা গিয়েছে এই প্রিপেড প্ল্যানে 28 দিনের ভ্যালিডিটি-সহ থাকছে 250MB ডেটা এবং 150 মিনিট লোকাল, ন্যাশনাল আর রোমিং ভয়েস কল। এই প্ল্যানে পাওয়া যাবে। তবে আপাতত এই প্ল্যান ব্যবহার করতে পারবেন অন্ধ্র প্রদেশ, তেলেঙ্গানা, আসাম, বিহার এবং ঝাড়খণ্ড, দিল্লি সার্কেলের Vodafone-এর গ্রাহকরা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট