নিজস্ব প্রতিবেদনঃ আজ মহাষ্টমী। পুজো মণ্ডপ গুলিতে উপচে পরছে ভীড়। প্রানের উৎসবে মাতোয়ার বাংলা।মহানগরীর রাস্তায় জনজোয়ার। সন্ধ্যা হতেই প্রতিমা দর্শনে বেড়িয়ে পড়েছেন দর্শনার্থীরা। তিলোত্তমা কলকাতার পথে মায়াবি আলোর রোশনাই যত রঙিন হয়েছে,ততই প্রাণবন্ত আর উচ্ছল হয়ে উঠল উৎসবের সুর।ইতিমধ্যে কলকাতার পুজো মন্ডপে ভীড় জমেছে। তবে পিছিয়ে নেই জেলাগুলি। সর্বত্র জনজোয়ার। উৎসবের আমেজে মাতোয়ার রাজ্যবাসী।
মহানগরীর রাজপথে জনজোয়ার
রবিবার,০৬/১০/২০১৯
831
বাংলা এক্সপ্রেস---