সপ্তমীতে দিনের শুরু থেকেই জনস্রোতে ভাসল শহরের পুজো মণ্ডপগুলি।


রবিবার,০৬/১০/২০১৯
647

বাংলা এক্সপ্রেস---

নিজস্ব প্রতিবেদনঃ উৎসবের মেজাজে তিলোত্তমা কলকাতা। বৃষ্টির পূর্বাভাস পুর্বেই ছিল, তবে সেসব উপেক্ষা করে বহু মানুষ বেড়িয়ে পরেন প্রতিমা দর্শন করতে।

সপ্তমীর সকালেই কলকাতার কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। দুপুর গড়িয়ে বিকেল, । সেই বিক্ষিপ্ত বৃষ্টিকে উপেক্ষা করেই মানুষ রাস্তায় বেরিয়েছিল৷ এদিন দুপুর থেকে জনস্রোত শুরু হয়ে যায় উত্তর ও মধ্য কলকাতার মণ্ডপে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে জনজোয়ার বেড়ে চলেছিল ।

 

মণ্ডপে ঢোকার জন্য লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে টালা থেকে শিয়ালদহের পুজোমণ্ডপে। উৎসবের মেজাজে তিলোত্তমা কলকাতা।তিলোত্তমা কলকাতার পথে মায়াবি আলোর রোশনাই যত রঙিন হয়েছে,ততই প্রাণবন্ত আর উচ্ছল হয়ে উঠল উৎসবের সুর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট