ডিভিসির ছাড়া জলে, বাঁধ উপচে জলের তলায় উদয়নারায়নপুর এর বিস্তীর্ণ এলাকা


শনিবার,০৫/১০/২০১৯
1177

আক্তারুল খাঁন, উদয়নারায়নপুর: ডিভিসির ছাড়া জলে, বাঁধ উপচে জলের তলায় উদয়নারায়নপুর এর বিস্তীর্ণ এলাকা। ঘোলা, টোকাপুর সহ বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই বন্যার জল ঢুকতে শুরু করেছে ।উদয়নারায়নপুর স্টেট জেনারেল হাসপাতাল যাওয়ার সমস্থ রাস্তাই জলের তলায়। প্রশাসন এর পক্ষ থেকে ত্রানশিবির গুলো খুলে দেওয়া হয়েছে। যাদের নীচু এলাকায় বাড়ি তাদের ত্রাণ শিবিরে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। অতি দ্রুততার সাথে চলছে প্রশাসনিক মিটিং ।

এলাকায় পৌঁছান জেলা শাসক মুক্তা আর্য্যা। উদয়নারায়নপুর এর বিডিও রামজীবন হাঁসদা, পঞ্চায়েত সমিতির সভাপতি সুলেখা পাঁজা, উদয়নারায়ণপুর থানার অফিসার ইনচার্য মৌমন চক্রবর্তী ও প্রশাসনিক কর্তারা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট