বিশ্ব বাংলা শারদ সম্মান ঘোষণা করলেন ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত জেলাশাসক।


শনিবার,০৫/১০/২০১৯
1460

বিশ্ব বাংলা শারদ সম্মান ঘোষণা করলেন ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত জেলাশাসক। কোন কোন পুজো কমিটি এবার সেরার তালিকায় দেখে নিন এক ঝলকে…

ঝাড়গ্রাম : চোখ ধাঁধালো কোন পুজো? কোন প্যান্ডেল এবার চমকে দিল সবাইকে? কোন প্রতিমা এবার সেরার সেরা হল?
শুক্রবার ঝাড়গ্রাম জেলার দূর্গাপূজা কমিটি গুলিকে রাজ্য সরকারের বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া হল। সেরা পূজা, সেরা মণ্ডপ ও সেরা প্রতিমা এই তিনটি বিভাগে তিনটি করে মোট নটি দূর্গোৎসব কমিটিকে এই পুরষ্কার দেওয়া হয়।

২০১৯ সালের সেরার সেরা পুজোর তালিকায় পুরস্কার প্রাপকরা হলেন ১। ঝাড়গ্রাম পূর্বাশা পুজো কমিটি। ২। গিধনি সার্বজনীন দুর্গাপুজো কমিটি। ৩। রঘুনাথপুর অফিসার্স ক্লাব সার্বজনীন দুর্গাপুজো কমিটি।

সেরা প্রতিমা হিসাবে বিবেচিত হয়েছে ১। শারদোৎসব দুর্গাপুজো কমিটি। ২। জামবনি দুর্গাপুজো কমিটি। ৩। ঝাড়গ্রাম দুর্গা ময়দান কমিটি।
সেরা মন্ডপ হিসাবে পুরস্কার জিতেছে ১। বাছুরডোবা সার্বজনীন দুর্গাপুজো কমিটি। ২। বিরিহান্ডি সার্বজনীন দুর্গাপুজো কমিটি।৩। ঘোড়াধরা সার্বজনীন দুর্গাপুজো কমিটি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট