আশ্চর্যজনক ফিচার্স! এবার নিজে থেকেই মুছে যাবে WhatsApp-র মেসেজ। সোস্যাল মিডিয়ার সবথেকে জনপ্রিয়তার শীর্ষে এখন WhatsApp। দিনের পর দিন যেভাবে বিভিন্ন ফিচার্স নিয়ে হাজির হচ্ছে তাতে সোস্যালে খুব জনপ্রিয় হচ্ছে। আর এবার নিয়ে এল সম্পূর্ণ নতুন এক ফিচার্স। জানাগিয়েছে যে WhatsApp -এ কোন মেসেজ পাঠালে নির্দিষ্ট সময় পরে তা নিজে থেকেই মুছে যাবে। সম্প্রতি এমনি খবর উঠে এল অ্যানড্রয়েড বিটা ভার্সানে।
WhatsApp বিটা ভার্সান 2.19.275 এ এই নতুন ফিচার্স আপাতত বিটা লঞ্চ হয়েছে, পরে স্টেবেল ভার্সানে সব গ্রাহকের কাছে এই ফিচার পৌঁছে যাবে।
এবার নিজে থেকেই মুছে যাবে WhatsApp-র মেসেজ
শনিবার,০৫/১০/২০১৯
698