Meizu-র এবার নয়া ফোন Meizu 16T 23 অক্টোবর চালু হবে। Meizu কয়েকদিন আগেই Meizu 16 pro চালু করে ছিল। আর এবার সংস্থা ঘোষনা করেছে 23 অক্টোবর চীনে Meizu 16T চালু করবে। তবে সংস্থার এই 16T স্মাটফোনটি প্রথম গেমিং-কেন্দ্রিক হতে পারে তা নিয়ে জল্পনা রয়েছে। Meizu 16T স্মাটফোনটির কিছু মূল স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। এই নয়া স্মাটফোনটিতে থাকতে পারে 6.5-ইঞ্চি OLED ডিসপ্লে যা 1080 x 2232 পিক্সেল রেজোলিউশন সহ, স্ন্যাপড্রাগন 855 এসসি প্রসেসর, রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা যা 12 এমপি প্রাথমিক সেন্সর, 8 এমপি মাধ্যমিক সেন্সর এবং 5 এমপি তৃতীয় সেন্সর এই ভাবে বিন্যস্ত এবং 16 এমপি সেলফি ক্যামেরা, অ্যান্ড্রয়েড 9 পাই অপারেটিং সিস্টেম, 4,500 এমএএইচ ব্যাটারি, আর এতিতে থাকতে পারে 6GB র্যাম এবং 128 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ।
Meizu-র এবার নয়া ফোন Meizu 16T 23 অক্টোবর চালু
শুক্রবার,০৪/১০/২০১৯
644