নিজস্ব প্রতিবেদনঃ পুজোর গন্ধ মেখে সেজে উঠেছে আশ্বিনের আকাশ।আজ মহাষষ্ঠী।ষষ্ঠীর সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ। উৎসবের জোয়ারে ভাসছে শহর কলকাতা। শারদ উৎসবের এই কয়েকটা দিনের অপেক্ষায় থাকে আপামর বাঙালী। আবহাওয়া দপ্তর সুত্রের খবর ষষ্ঠী, সপ্তমী ও অষ্টমীতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর মধ্যে ভারী এবং টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে সেইসব দুশ্চিন্তা সরিয়ে উৎসবের মেজাজে শহর কলকাতা। আনন্দে মাতোয়ার রাজ্যবাসী।
আজ মহাষষ্ঠী
শুক্রবার,০৪/১০/২০১৯
740
বাংলা এক্সপ্রেস---