নিজস্ব প্রতিবেদনঃ শুরু হয়ে গিয়েছে বাঙালির প্রানের পুজো। আজ পঞ্চমী। উৎসবের মেজাজে রাজ্যবাসী। বোধনের আগেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রতিমা দর্শন। উত্তর থেকে দক্ষিন সর্বত্র একই ছবি। কলেজ স্কোয়্যার থেকে মুদিয়ালি, আবার চেতলা অগ্রণী থেকে নাকতলা উদয়ন সঙ্ঘ এবং সুরুচি সঙ্ঘ–সহ অন্যান্য নামকরা পুজো, সর্বত্রই রয়েছে উৎসাহীদের সমাগম। মুদিয়ালিতে ৮৫তম বছরের থিম ‘সাজিয়ে পূজার ডালি, রঙের হাটে মুদিয়ালি’। এছাড়া মণ্ডপ সেজে উঠেছে নানা রঙের খেলায়। সঙ্গে অভিনব আলোকসজ্জা, ।মন্ডপে মন্ডপে দর্শনার্থিদের ভিড় রয়েছে চোখে পড়ার মত। পঞ্চমীর দুপুরে উৎসবের মেজাজে রাজ্যবাসী।
পঞ্চমীর দুপুরে পুজোর মেজাজে রাজ্যবাসী
বৃহস্পতিবার,০৩/১০/২০১৯
540
বাংলা এক্সপ্রেস---