দূর্গা পূজায় যাত্রী সুরক্ষায় বাড়াতে তৎপর মেট্রো রেল


বুধবার,০২/১০/২০১৯
853

দূর্গাপূজা মের্ট্রো ভীড়ে কোন দূর্ঘটনা না ঘটে সেই দিকে বিশেষ নজর দিয়েছি মের্ট্রো। ইতিমধ্যে যাত্রীদের জন্য মের্ট্রো স্টেশনে বিভিন্ন ভাবে প্রচার করা হচ্ছে। মেট্রো স্টেশনে ভিড় সামলাতে পুলিশের সহযোগিতা নেওয়া হবে। বিশেষ স্টেশন গুলির জন্য ভিড় সামলাতে অতিরিক্ত মহিলা পুলিশ দায়িত্বে থাকবে।যেসব গুরুত্বপূর্ণ স্টেশনে শোভাবাজার , এসপ্ল্যানেড, মহানায়ক উত্তম কুমার দমদম।

টালা ব্রিজ বন্ধের জেড়ে নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত 4 জোড়া ট্রেন চালানো হচ্ছে। পুজোর পরে এই রুটে আরো বাড়ানো হতে পারে। ফ্রি ওয়াইফাই ব্যবস্থা থাকছে। মার্চ মাস থেকে নোয়াপাড়া- দক্ষিণেশ্বর থেকে সল্টলেক সেক্টর ফাইভ স্টেডিয়াম পর্যন্ত ট্রেন চালু করা হবে।

পূজোর সময় 244 টি ট্রেন চালানো হবে তার মধ্যে এসি নন এসি থাকবে।সপ্তমী অষ্টমী নবমি দুপুর একটা থেকে পরের দিন ভোর চারটে পর্যন্ত ট্রেন চলবে।পাশাপাশি দশমী তে 132 ট্রেন চলবে দুপুর একটা থেকে রাত 10 টা পর্যন্ত চলবে।কন্ট্রোল রুম পুরো বিষয়টি দেখা শোনা করবে।May I Help You RPF বুথ থাকবে।Mobile RPF Squads প্রত‍্যেক টি স্টেশনে ব‍্যবস্থা করা হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট