YouTube এবার অ্যান্ড্রয়েডের ইউসারদের জন্য নিয়ে এসেছে google music play পরিষেবা


মঙ্গলবার,০১/১০/২০১৯
1150

YouTube এবার অ্যান্ড্রয়েডের ইউসারদের জন্য নিয়ে এসেছে google music play পরিষেবা। You tube google music play প্রতিস্থাপন করার পিছনে শুরু থেকেই পরিষ্কার ছিল। আর এবার googl সবেমাত্র ঘোষণা করেছে যে You tube-এ music play পরিষেবা চালু করা হয়েছে। তবে এটা নতুন অ্যান্ড্রয়েড 10 এবং অ্যান্ড্রয়েড 9 ডিভাইসের জন্য। জানাগিয়েছে আপনি এখন আপনার অ্যান্ড্রয়েড ফোনে music play পরিষেবা চালু করে ফোনটিকে আনলক করতে পারে, যা পিক্সেল সিরিজ সহ অ্যান্ড্রয়েড 10 এবং অ্যান্ড্রয়েড 9 এ লঞ্চ করা হয়েছে। এমনকি গুগল এব্যাপারে বলেছে পরে সমস্ত নতুন ডিভাইসে লঞ্চ হবে এই পরিষেবা। আর এখন যদি আপনার কাছে অ্যান্ড্রয়েড 10 এখনও না থাকে তবে চাপ নিতে হবে না অ্যাপটি পেতে কেবল প্লে স্টোরটিতে যান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট