Sumsung খুব শীঘ্রই ভারতে বাজারে আনার চেষ্টা করেছে Sumsung Galaxi ওয়াচ অ্যাক্টিভ 2


রবিবার,২৯/০৯/২০১৯
1087

Sumsung খুব শীঘ্রই ভারতে বাজারে Sumsung Galaxi ওয়াচ অ্যাক্টিভ 2 আনার চেষ্টা করেছে। গত মাসের শুরুতে, Sumsung আমেরিকায় Galaxi ওয়াচ অ্যাক্টিভ 2 স্মার্টওয়াচ সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং ঘোরানো টাচ বেজেল সহ চালু করেছে। Galaxi ওয়াচ অ্যাক্টিভ 2 এখন ভারতে নিয়ে আসার পরিকল্পনা করছে Sumsung। জানাগিয়েছে যে Sumsung তার Galaxi ওয়াচ অ্যাক্টিভ 2টি স্টেইনলেস স্টিল এবং অ্যালুমিনিয়াম মডলে নিয়ে আসতে পারে। আর এই Galaxi অ্যাক্টিভ 2 ওয়াচটি আগস্টে মার্কিন যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে তার দাম $ 279.99 ডলার। ভারতী টাকায় প্রায় 20,000 টাকা। তবে Sumsung গত জুনে Galaxi ওয়াচ অ্যাকটিভ চালু করেছিল এবং সেটিরও দাম ছিলো 19,990 টাকায়।

সেই সাথে সাথে এই Galaxi Galaxi অ্যাক্টিভ 2 ওয়াচটি কিছু স্পেসিফিকেশন জানাগিয়েছে, থাকছে 1.2 এবং 1.4-ইঞ্চি ডিসপ্লে, তা সুরক্ষার জন্য কর্নিংসের গরিলা গ্লাস ডিএক্স + সহ 360 এক্স 360 পিক্সেলের রেজোলিউশনের সাথে সর্বদা অন-স্ক্রিন, এক্সিনোস 9110 প্রসেসর, এছারা ওয়াচটিতে রয়েছে দুটি ভেরিয়েন্ট, একটি 1.5 ডিগ্রি র‌্যাম, অন্যটি 768 এমবি র‌্যাম এবং 4 জিবি স্টোরেজ, 247 এমএএইচ এবং 340 এমএএইচ ব্যাটারি,অ্যান্ড্রয়েড 5.0 বা আইওএস 9.0 অপারেটিং সিস্টেম, আর থাকছে ঘড়িটির উপরে একটি ঘোরানো টাচ বেজেল।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট