আজ থেকে অ্যামাজন এবং অফলাইন স্টোরের Oppo Reno 2 F বিক্রয় শুরু করেছে Oppo। Oppo সম্প্রতি Oppo 2, Oppo 2 জেড এবং Oppo 2 এফ স্মার্টফোন ভারতে চালু করেছে। আর আজ থেকে Oppo Reno 2 F স্মার্টফোনের অনলাইন প্রি-বুকিংয়ের ঘোষণা করে দিয়েছে সংস্থা। আর এই স্মার্টফোনটি 4 অক্টোবর 2019 থেকে সমস্ত অফলাইন স্টোর এবং অ্যামাজনে অনলাইন স্টোরে পাওয়া যাবে। Oppo Reno 2 F ফোনের স্পেসিফিকেশন গুলি হল। এই রয়েছে 6.53-ইঞ্চি AMOLED ডিসপ্লে,মিডিয়াটেক হেলিও পি 70 প্রসেসর, 48-মেগাপিক্সেল Sumsung জিএম 1 সেন্সর ক্যামেরা, সামনের দিকে,16 এমপি রাইজিং ক্যামেরা রয়েছে, 4000 এমএএইচ ব্যাটারি সঙ্গে ভিওওসি ফ্ল্যাশ 3.0 ফাস্ট চার্জিং। এছাড়া রয়েছে 8 জিবি র্যাম এবং 128 জিবি অভ্যন্তরীণ স্টোরেজ। এই স্মার্টফোনটির 25,990 থেকে দাম শুরু হয়েছে।
আজ থেকে অ্যামাজন এবং অফলাইন স্টোরের Oppo Reno 2 F বিক্রয় শুরু
রবিবার,২৯/০৯/২০১৯
794