সীমান্ত লাগোয়া জামবনির কানিমহুলী হাইস্কুলের পড়ুয়াদের নিয়ে ৩য় ইউনিট সম্মেলন করল এস.এফ.আই


রবিবার,২৯/০৯/২০১৯
545

ঝাড়গ্রাম : সীমান্ত লাগোয়া জামবনির কানিমহুলী হাইস্কুলের পড়ুয়াদের নিয়ে ৩য় ইউনিট সম্মেলন করল এস.এফ.আই। এদিনের অনেক ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে ১৫ জনের একটি কমিটি গঠিত হয়। স্কুল ইউনিটের সম্পাদিকা মনিকা পাতর, সভাপতি উজ্জ্বল মাহাতো এবং মুখপত্র ছাত্রসংগ্রাম পত্রিকার আহ্বায়ক রূপকুমার মাহাতো দায়িত্ব পান। আজকের সম্মেলেন উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা কমিটির সহ-সভাপতি নিরুপম মহাপাত্র, জেলা সম্পাদক মন্ডলীর সদস্যা কাকলি মাহাতো ও জাম্বনী লোকাল কমিটির সম্পাদক সোমনাথ মাহাতো। ছাত্রনেতা নিরুপম বলেন,‘শিক্ষাক্ষেত্রে রাজ্য ও কেন্দ্র সরকারের লাগাম ছাড়া ফিজ্ বৃদ্ধি, জাত-ধর্মের হিংসার বিরুদ্ধে, স্কুল কলেজের পরিকাঠামোগত উন্নয়নের পক্ষে লড়াই জারি থাকবে।’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট