মমতার ধমকের দু’দিন পরই বদলি হলেন ঝাড়গ্রাম জেলার সিএমওএইচ ও জেলা হাসপাতালের সুপার


শনিবার,২৮/০৯/২০১৯
1429

ঝাড়গ্রাম :- মমতার সফরের পরই জোর ধাক্কা খেল ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তর। একই সঙ্গে বদলি করা হয়েছে ঝাড়গ্রাম জেলার সিএমওএইচ অশ্বিনী মাঝি, ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার মলয় আদককে। তবে ঝাড়গ্রাম হাসপাতালের সুপারকে উত্তরবঙ্গে বদলি করা হয়েছে। গত বুধবার ডেবরায় প্রশাসনিক বৈঠকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের রেফার নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকি ঝাড়গ্রাম জেলার সিএমওএইচকে কড়া ধমক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর ধমকের আঁচ দু’দিন পার হতেই শুক্রবার বদলির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, ঝাড়গ্রাম জেলার সিএমওএইচ অশ্বিনী মাঝিকে কলকাতা মেট্রোপলিটান আরবান হেলথ অর্গানাইজেশনের অফিসার অন স্পেশাল ডিউটিতে বদলি করা হয়েছে। তাঁর বদলে ঝাড়গ্রাম জেলার সিএমওএইচ পদে আসছেন উত্তর দিনাজপুরের সিএমওএইচ প্রকাশ মিধ্যা। ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার মলয় আদককে উত্তর দিনাজপুরে জোনাল লেপ্রোসি অফিসার পদে পাঠানো হয়েছে। ঝাড়গ্রাম হাসপাতালের সুপার পদে আসছেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমার এসিএমওএইচ পদে থাকা ইন্দ্রনীল সরকার। প্রসঙ্গত, ওই দিনের বৈঠকে মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম জেলার সিএমওএইচকে বলেছিলেন,’সবই যদি রেফার করে দেন। তাহলে রাস্তায় যেতে যেতে মরে যাবে। তাহলে জেলা কিসের জন্য ? আপনি কিসের জন্য? জেলার সুপার স্পেশালিটি কিসের জন্য দেওয়া হয়েছে?’

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট