OnePlus ভারতের বাজারে লঞ্চ করেছে স্মাটফোন ও TV


শনিবার,২৮/০৯/২০১৯
1049

OnePlus ভারতের বাজারে লঞ্চ করেছে স্মাটফোন ও TV। OnePlus তার ঘোষণা মতো ভারতীয় বাজারে লঞ্চ করেছে OnePlus 7T স্মাটফোন এবং স্মার্ট টিভি। লঞ্চ হওয়া OnePlus 7T স্মাটফোনের কিছু স্পেসিফিকেশন হল, থাকছে 6.67 ইঞ্চের AMOLED ডিসপ্লে, 8/12GB RAM+256GB স্টোরেজ, 6GB RAM+ 128 GB স্টোরেজ,

48MP+8MP+16MP ক্যামেরা এবং 16MP সেলফি ক্যামেরা। 4000mAh ব্যাটারি। আর স্মার্ট টিভিতে থাকছে Alexa বা Google Assistant-এর মতো AI সফ্টওয়ার, 5.0 ব্লুটুথ সিস্টেম, 4K HDR সাপোর্ট, এছাড়াও থাকছে অ্যান্ড্রয়েড OS ভার্সও। ভারতের বাজারে এই OnePlus 7T-এর দাম ৩৭,৯৯৯ টাকা থেকে শুরু। অন্যদিকে OnePlus-এর এই স্মার্ট টিভির বিভিন্ন মডেলের দাম বিভিন্নরকম। OnePlus TV Q1-এর দাম ৬৯,৯০০ টাকা। আবার Q1 Pro-এর দাম আবার ৯৯,৯০০ টাকা। Bullets Wireless 2 Olive Green-এর দাম ৫,৯৯০ টাকা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট