Sumsung এবার Fold ডিসপ্লের স্মাটফোন লঞ্চ করবে 1 অক্টোবরে


শনিবার,২৮/০৯/২০১৯
793

Sumsung অবশেষে 1 অক্টোবর ভারতে Fold ডিসপ্লে চালু করবে। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে ভারতে লঞ্চের জন্য মিডিয়া আমন্ত্রণ করেছে। তবে উচ্চ প্রত্যাশিত ভাঁজযোগ্য স্মার্টফোনটি মূলত এপ্রিল মাসে মার্কিন বাজারে লঞ্চ করার কথা ছিল, কিন্তু সনাক্ত হওয়া পর্দার ত্রুটিগুলির কারণে লঞ্চটি বিলম্বিত হয়েছিল। তাই Fold ডিসপ্লের জন্য পুনরায় কাজ করতে Sumsung-কে কিছুটা সময় নিতে হয়েছে । তবে কিছু পরিবর্তন এবং কব্জাকরণ শক্তিশালী করার পরে, Sumsung-এর Fold ডিসপ্লে শেষ পর্যন্ত এই মাসের শুরুতে দক্ষিণ কোরিয়ার বাজারে চালু হয়েছিল।

তবে আরও জানাগিয়েছে যে Sumsung-এর এখন এস 10 সিরিজ ভারত প্রবর্তনের কথা ছিল, সেখানে Sumsung Fold ডিসপ্লে এখন ভারতে চালু করবে। আর এই ফোনের স্পেসিফিকেশন জানাগিয়েছে। থাকছে দ্বৈত ডিসপ্লে । বাইরের দিকে, 21: 9 অনুপাত সহ একটি 4.6-ইঞ্চি এইচডি + সুপার অ্যামোলেড ডিসপ্লে। দ্বিতীয়টি হ’ল .3.৩ ইঞ্চির কিউএক্সজিএ + ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 অক্টা-কোর এসওসিটি 12 জিবি র‌্যাম এবং 512 জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। তবে দুঃখের বিষয়, এই ফোনের স্টোরেজ আরও সম্প্রসারণের জন্য কোনও মাইক্রোএসডি কার্ড স্লট নেই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট