NRC মানছিনা মানবনা একজন হিন্দু বাঙালিকে তাড়াতে দেবোনা এই দাবি নিয়ে আজ সল্টলেক করুনাময়ীতে শিব সেনা


শুক্রবার,২৭/০৯/২০১৯
1616

NRC মানছিনা মানবনা একজন হিন্দু বাঙালিকে তাড়াতে দেবোনা এই দাবি নিয়ে আজ সল্টলেক করুনাময়ীতে শিব সেনার পক্ষ থেকে বিক্ষোভ ও যে ১২ লক্ষ হিন্দুর নাম বাদ গ্যাছে সেই নামের তালিকা পোড়ানো হয়।

পশ্চিমবঙ্গ শিব সেনার জেনালের সেক্রেটারি অশোক সরকার বলেন- আমরা NRC মানছিনা, NRC বিল মানবনা। একজন হিন্দুকে থেকে বের করার চেষ্টা করলে পশ্চিমবঙ্গের প্রতিটা কোনে আগুন জ্বালাবো।

পশ্চিমবঙ্গের শিব সেনার রাজ্য সভাপতি শান্তি দত্ত জানান- এটা হিন্দুস্থান পৃথিবীর যেকোনো জায়গায়, যেকোনো হিন্দুর বিপদে পড়লে তাদের জন্যে স্থান হবে। হিন্দুস্থান থেকে কোনও একজন হিন্দুকে তাড়াবার কোনো চেষ্টা করলে আমরা যান, প্রাণ দিয়ে তার বিরোধিতা করবো। তার জন্য পশ্চিমবাংলায় যত আগুন লাগুক, যত গন্ডগোল হোক তার দায় যারা এটা করবে তাদের।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট